আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। গৌরবের ৪৯তম এই বার্ষিকীতে শুরু হয়েছে নতুন যুদ্ধ। অস্ত্র হাতে নয়, এই যুদ্ধে প্রতিরক্ষা চলছে প্রযুক্তি দিয়ে।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারী রোধে এই যুদ্ধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ থেকে শুরু হয়েছে ১০ দিনের সাধারণ ছুটি। ছুটিতে অর্থনীতির চাকাকে সচল রেখেছে ইন্টারনেট।
এই অন্তর্জাল ব্যবহার করেই যে যার অবস্থান থেকে যোগ দিয়েছেন নতুন এই যুদ্ধ জয়ে। অনলাইন আর সোশ্যাল মিডিয়ায় যুথবদ্ধ হচ্ছেন নিজেদের উদ্ধাবন নিয়ে।
দিনের শুরুতেই ‘ফুটন্ত শাপলা’ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করে টেক জায়ান্ট গুগল। প্রশংসা করা হয়েছে লাল-সবুজ পতাকার।
এদিকে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি উদযাপন করেছে সিটি ইউনিভার্সিটি। কনটেস্ট প্লাটফর্ম ভার্চুয়াল জাজে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘন্টা ব্যাপী প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩০ টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন ছাত্র-ছাত্রী।
১২ টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে ৯ টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে প্রথম হয়েছে তন্ময়,৭টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে জুনায়েদ কাদের ও মুক্তাদির মুনাম। ৬টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে চতুর্থ হয়েছে রাশেদ এবং ৪টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে পঞ্চম হয়েছে কায়সার।
প্রতিযোগিতাটি পরিচালনা করেন সিটি ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান মোঃ সাফায়েত হোসেন।