এবার প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার মেধাবী। এরা হলেন- পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সঞ্চয় বড়ুয়া, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কাকন সুলতানা, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাজমুল হুদা নাঈম।
স্বর্ণ পদকপ্রাপ্তদের তালিকায় থাকা এই ৪ জনই চুয়েটের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। এদের মধ্যে তিনজনই চুয়েটে শিক্ষকতায় রয়েছেন।
জানাগেছে গত ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ এর মধ্যে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করা হয়।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ ও উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর এই স্বর্ণপদক প্রদান করে আসছে ইউজিসি।