আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ সৃষ্টি ও গবেষণা মতামত বিনিময়ের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনোভেটিভ লেকচার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে এ লেকচার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আইওটি ইনোভেশন ল্যাব প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এসময় ইনোভেটিভ লেকচার প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রাক্তন ছাত্র, বর্তমানে আমেরিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডাতে পোষ্টডক্টরাল রিসার্চ এসোসিয়েট হিসেবে কর্মরত ড. আব্দুল হালিম।
তিনি তার কর্মস্থল থেকে অনলাইনে ভার্চুয়াল ক্লাসে ২ ঘন্টাব্যাপী তার গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।