শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, আইকিউএসি এর কার্যক্রম অধিকতর গতিশীল ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মধ্যে বৃহস্পতিবার একটি দ্বিপাক্ষিক সভা হয়েছে।
সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিডিইউ-এর প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সভায় বিডিইউ এর কারিকুলাম, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়গুলো আলোচিত হয়।
বিডিইউ -আইকিউএসি-এর পরিচালক সুমন সাহা’র সভাপতিত্বে সভায় আলোচনা করেন ইউজিসি’র অধ্যাপক ড. মাছুমা হাবিব ও বিডিইউ -এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। সভাপতির বক্তব্যে আইকিউএসি -এর লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, পরিকল্পনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ সুমন সাহা।
সভায় ইউজিসিএর স্ট্র্যাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান, উপ-পরিচালক মোরশেদ আলম খোন্দকার, বিডিইউ আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোঃ রফিবুল ইসলাম এবং এস এম রাজীব হোসাইন উপস্থিত ছিলেন।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হলেও বিডিইউ গুণগত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি বিডিইউ এর আইকিউএসি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।
বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রি উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই আমাদের কারিকুলাম প্রণয়ন করেছি।