তিন বছরের ব্যবধানে শাহজালাল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি ফি, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি বেড়েছে দ্বিগুণ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়িয়ে ১৮ হাজার টাকা ধার্য বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি ও ওয়েবসাইট সূত্রে প্রকাশ, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার ১০০ টাকা। এক বছরের ব্যবধানে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। তখন ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলেও তা কমানোর কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন প্রশাসন। এর পরের বছর আরও ২ হাজার ২৫০ টাকা বাড়িয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি ফি নেওয়া হয় ১৭ হাজার ২৫০ টাকা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়িয়ে ১৮ হাজার টাকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একইভাবে তিন বছরের ব্যবধানে সেমিস্টার ফি ও ক্রেডিট ফি’ও বাড়ানো হয়েছে কয়েকগুণ। ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভাগের উন্নয়ন ফি ছিল ৩ হাজার টাকা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নেওয়া হয়েছে ৫ হাজার ২৫০ টাকা। ২ বছরে এত টাকা ফি বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরাও।
ভর্তি ফি’র পাশাপাশি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে সেমিস্টার ফি ও ক্রেডিট ফি। ২০২২ সালে সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের সেমিস্টার ফি ছিল ২ হাজার ৪৩০ টাকা। সেখানে ২ বছরের ব্যবধানে ২০২৪ সালে সেমিস্টার ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৪৫ টাকা। ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত তত্ত্বীয় প্রতি ক্রেডিটের মূল্য ছিল ১০৫ টাকা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রতি তত্ত্বীয় ক্রেডিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক প্রতি ক্রেডিটের মূল্য ছিল ১৬০ টাকা। সেটি যথাক্রমে বৃদ্ধি করে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগে ২০২২ সালে সেমিস্টার ফি ছিলো ২ হাজার ৪০০ টাকা। সেখানে ২ বছরের ব্যবধানে ফি বাড়িয়ে ৩ হাজার ৩৪৫ টাকা নেওয়া হচ্ছে। এভাবে প্রতিটি বিভাগেই বেড়েছে ফিস।
প্রতি বছর এরকম লাগামহীন সেমিস্টার ফি ও ক্রেডিট ফি বৃদ্ধিতে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা।