বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমে ধাপে ২৩ জানুয়ারি প্রাক-নির্বাচনি এবং পরে মূল ভর্তি পরীক্ষা নেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি। অপরদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তির পরিক্ষার তারিখ ১ ফেব্রুয়ারির পরিবর্তে পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
উভয় বিশ্ববিদ্যালয়েও ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানাগেছে। বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটে এবারও দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে। প্রথমে প্রাক-নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী ২৩ জানুয়ারি প্রাক-নির্বাচনি পরীক্ষা হবে। প্রাক-নির্বাচনি পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি।
এদিকে সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ থাকা ভর্তির ওয়েবসাইট মঙ্গলবার সাকালেই চালু হয়েছে। তবে প্রক্সি সার্ভারে চলায় ভর্তির জন্য মূল ইউআরএলে ক্লিক করলে তা ব্যাড গেটওয়ে ৫০২ বার্তা দেখাচ্ছে। ফলে পূর্ববর্তী বছরের অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা লিংকটিতে প্রবেশ করতে পারছেন না।
ওয়েবসাইট বন্ধ থাকার কারণ হিসেবে যান্ত্রিক গোলযোগ ও বাড়তি চাপের কথা জানিয়েছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
অপরদিকে সাইট চালুর পর সেখানে টানানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সাপেক্ষে আগামী ১৬ নভেম্বর, ২০২৪ হতে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি জমা দেয়ার পর অনলাইনে এই ওয়েবসাইট থেকে টাকা জমার রসিদ ডাউনলোড করলে শিক্ষার্থীর আবেদন সম্পন্ন হয়। টাকা জমা দেয়ার পর শিক্ষার্থী রসিদ ডাউনলোড না করে থাকলে তার আবেদনটি অনিষ্পন্ন অবস্থায় রয়ে যায়।