সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চললেও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ৩ জুলাই চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমনকি বন্ধ হচ্ছে, ডুয়েটের সব হলের ডাইনিং।
এ বিষয়ে ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.মাজহারুল ইসলাম বলেছেন, পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত আছে। ২ তারিখে সমস্যার সমাধান হলে ৩ তারিখে পরীক্ষা নেয়া হবে। এমনকি যদি ৩ তারিখ সকালেও দাবি মেনে নেয়া হয় আমরা সকাল ৯টা থেকে পরীক্ষ নিতে পারবো। আমরা কর্মস্থলেই আছি। আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা স্থগিত রেখেছে।
সোমবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নিশ্চিত করা হয়। তবে চলমান সেমিস্টার ফাইনাল (প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের আন্দোলনের কারণে) যদি তিন তারিখে শেষ না হয় তাহলে ৩ তারিখে হলের ডাইনিং বন্ধের বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে এবং ডাইনিং পূণরায় চালু করা হবে। এ বিষয়ে আশ্বস্ত করেন সহযোগী ছাত্র কল্যাণ পরিচালক ড. এস এম মাহফুজ আলম।
এর আগে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
অবস্থান কর্মসূচিতে ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.মাজহারুল ইসলাম বলেন, প্রত্যয় স্কিমের মাধ্যমে সামাজিক নিরাপত্তার ব্যত্যয় ঘটানো হয়েছে। প্রত্যয় স্কিম জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া মানে মানবাধিকার লঙ্ঘন করা। এটি বাস্তবায়িত হলে শিক্ষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো.নজরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডীন এবং বিভাগীয় প্রধানগণ।