দুই দিনের অনলাইন প্রতিযোগিতার পর শুক্রবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের ক্যাম্পাসে গড়াবে পাঁচ দিনের তথ্যপ্রযুক্তি উৎসব‘আইটিভার্স’। সাড়ে ৯ টায় ক্যাম্পাস মিলনায়তনে একইসঙ্গে শুরু হবে ২৪ ঘণ্টার হ্যাকাথন। হ্যাকাথনে ব্লকচেইন, ওপেন এপিআই চ্যালেঞ্জ ও ডেভ-অপস প্রতিযোগিতা করবে ৩০টি দল। গত ২৫ অক্টোবর বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে সেরার প্রতিযোগিতা করবেন প্রত্যেক ক্যাটাগরির ৩ সদস্যের ১০ দল।
এর আগে অনলাইন প্রতিযোগিতার শেষ দিন বৃহস্পতিবার ব্যবহারকারীর পছন্দের সফটওয়্যার নকশায় ৬২টি দল তাদের সেরাটা দেয়ার প্রতিযোগিতা করছে। রাত ১২টা পর্যন্ত চলবে প্রতিযোগিতা। আর শনিবার ১১টা থেকে ৫ ঘণ্টার কোড ডি ফ্যাক্টরিংয়ে ১৫টি দলও প্রতিযোগিতা করবেন ঢাবি আইআইটি ক্যাম্পাসে।
রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে ইউআইএক্স, ‘সাইবার নিরাপত্তা’ ও ‘কোড রিফ্যাক্টোরিং’ হ্যাকাথন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। তবে তার আগে ডিপ লার্নিং মডেল দিয়ে তৈরি বিভিন্ন প্রকল্প নিয়ে ‘ডেটাথন’ আইআইটিতে এবং টিএসসিতে হবে সফটওয়্যার প্রদর্শন করবেন শিক্ষার্থীরা। ‘ডেটাথন’-এ শীর্ষ ১০টি দল অংশ নেবে চূড়ান্ত পর্বে। প্রজেক্ট শো-কেইস করবে ৩ সদস্যের ১৫টি দল।
একই দিনে প্রযুক্তি খাতে নারীদের অবস্থান এবং শিল্পে উদ্ভাবনের প্রয়োজনীয় দিক নিয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।