গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। এতে ৪৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় ওয়েবসাইটে এই ফলপ্রকাশ করা হয়।
এবার বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন ভর্তিচ্ছু। এতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন শাহরিয়ার আলম পাটোয়ারী। তিনি ৮৬ দশমিক ৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অন্যদিকে সর্বনিম্ন নম্বর পেয়েছেন মাইনাস ১৩ দশমিক ২৫। তবে তার নাম ও পরিচয় প্রকাশ করেনি পরীক্ষা কমিটি।
এবার গুচ্ছ বিজ্ঞান ইউনিটে মোট আবেদন করেছেন ১ লাখ ৬৬ হাজার ৪৩৪ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৩০৪ জন ভর্তিচ্ছু।
উল্লেখ্য, এই ইউনিটে ৮৫ এর ওপরে নম্বর পেয়েছেনন ৫ জন। ৮০ নম্বরের ওপরে পেয়েছেন ৪০ জন। ৭৫ নম্বরের ওপরে পেয়েছেন ১৮৫ জন। ৭০ নম্বরের ওপরে পেয়েছেন ৫৬১ জন। ৬৫ নম্বরের ওপরে পেয়েছেন ১ হাজার ৪৭৭ জন। ৬০ নম্বরের ওপরে পেয়েছেন ৩ হাজার ৭২৯ জন। ৫৫ নম্বরের ওপরে পেয়েছেন ৭ হাজার ৯১০ জন। ৫০ নম্বরের ওপরে পেয়েছেন ১৪ হাজার ৬৭১ জন। ৪৫ নম্বরের ওপরে পেয়েছেন ২৪ হাজার ৩২২ জন। ৪০ নম্বরের ওপরে পেয়েছেন ৩৬ হাজার ৯৯২ জন। ৩৫ নম্বরের ওপরে পেয়েছেন ৫১ হাজার ৮৭৫ জন এবং পাস মার্ক ৩০ এর ওপরে পেয়েছেন ৬৮ হাজার ৩২২ জন ভর্তিচ্ছু। এছাড়া এবারের এ ইউনিটের ৮৮ জন শিক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে।