আগামী ২০২৩-২৪ অর্থবছরে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পাচ্ছে ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা। গত বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়টির বরাদ্দ ৬ কোটি ৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে ১৬৫ তম পূর্ণ কমিশন সভায় গত রবিবার (২১ মে) এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মো. আবু তাহের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
২০২৩-২৪ অর্থবছরে ইউজিসির বরাদ্দকৃত বাজেট বিষয়ে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘এই বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়— সে বিষয়ে পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
ইউজিসি অর্থ ও হিসাব বিভাগের তথ্য অনুযায়ী, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সংশোধিত বাজেটে ৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯২০ কোটি টাকা।
এদিকে ২০২২-২৩ অর্থবছরে শাবিপ্রবিতে বরাদ্দ ছিল ১৬২ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টিতে বরাদ্দ বেড়েছে ৬ কোটি ৯ লাখ টাকা।