সাম্প্রতিক প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, বিনোদনের জন্য ভারতে স্মার্টফোন ব্যবহারকারীদের ৭৯ শতাংশ নিজের ফোনে আলাদা আলাদা অ্যাপ ইনস্টল করেন। অর্থাৎ প্রতি ৪ জন ভারতবাসীর মধ্যে তিনজন বিনোদনের জন্য আলাদা অ্যাপ ইনস্টল করেন।
টেকএআরসি প্রকাশিত ঐ প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে সবচেয়ে জনপ্রিয় ‘ওভার দ্য টপ’ বিনোদন অ্যাপ হলো হটস্টার। ৪৯ শতাংশ গ্রাহক নিজের ফোনে বিনোদনের এই অ্যাপ ব্যবহার করেন। মূলত ক্রিকেট খেলার জন্যই এই অ্যাপটি বেশি জনপ্রিয়তা পেয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ভারতে নেটফ্লিক্সের চেয়ে বেশি মানুষ তাদের ফোনে অ্যামাজন প্রাইভ ভিডিও অ্যাপ ব্যবহার করেন। ১৫ শতাংশ স্মার্টফোন গ্রাহক অ্যামাজন প্রাইম ভিডিও এবং ১৩ শতাংশ স্মার্টফোন গ্রাহক নেটফ্লিক্স ব্যবহার করেন।
ডিবিটেক/বিএমটি