২০২০ সালে বিশ্বব্যাপী অ্যাপ ডাউনলোডের তালিকায় শীর্ষে রয়েছে টিকটক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারকে টেক্কা দিতে শীর্ষস্থান দখল করেছে বাইটড্যান্সের শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। খবর বিবিসি।
ডিজিটাল অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অ্যাপ অ্যানি’ প্রকাশিত তথ্যে গত বছর ডাউনলোডের শীর্ষে থাকা পাঁচটি অ্যাপের বাকি চারটিই হলো ফেসবুকের মালিকানাধীন। মেসেঞ্জার ছাড়াও এই অ্যাপগুলো হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
টিকটকের চীনা সংস্করণ ‘ডৌয়িন’ও চীনে ডাউনলোডের শীর্ষে রয়েছে। নিত্যনতুন ফিচার ও বিনোদনের ফলে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে।
২০১৮ এবং ২০১৯ সালে বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোডের তালিকায় ফেসবুক মালিকানাধীন অ্যাপগুলোর আধিপত্য ছিলো। তবে টিকটকের জনপ্রিয়তায় সেটি ২০২০ সালে বদলে গেছে। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিকটক নিষিদ্ধের চেষ্টা ও ভারতসহ একাধিক দেশে ব্যান হলেও বিশ্বব্যাপী জনপ্রিয়তায় প্রভাব পড়েনি।
ডিবিটেক/বিএমটি