বর্তমানে হোয়াটসঅ্যাপের চ্যাট লগ অনলাইনে ব্যাকআপ রাখা ও একই অপারেটিং সিস্টেমে রিস্টোর করার সুবিধা রয়েছে। তবে সেটি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মধ্যে স্থানান্তর কিংবা অ্যাক্সেস করার সুযোগ নেই।
ডব্লিউএবেটাইনফো থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ ক্রস-প্লাটফর্ম মাইগ্রেশন নিয়ে কাজ করছে। আর সেটি উন্মুক্ত করা হলে অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ব্যবহারকারীরা তাদের চ্যাট ব্যাকআপ ভিন্ন অপারেটিং সিস্টেমের ডিভাইসে অর্থাৎ অ্যান্ড্রয়েড থেকে আইওএস কিংবা আইওএস থেকে অ্যান্ড্রয়েডে রিস্টোর ও অ্যাক্সেস করতে পারবেন।
এখনও বেটা চ্যানেলে ফিচারটি উন্মুক্ত করা হয়নি। এমনকি কবে নাগাদ ফিচারটি উন্মুক্ত করা হতে পারে সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যারা ইতিমধ্যে অ্যাপ স্টোর অথবা টেস্টফ্লাইটে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ পেয়েছেন তারা এ বিষয়ে একটি ছবি দেখতে পেরেছেন।
ধারণা করা হচ্ছে, শিগগিরই গুরুত্বপূর্ণ ডেটা ও ছবিসহ এক অপারেটিং সিস্টেম থেকে অন্য অপারেটিং সিস্টেমে মাইগ্রেট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
ডিবিটেক/বিএমটি