ভারতের দেখাদেখি ডিজিটাল স্ট্রাইক ডাকল চীন। অন্তত ১০০টি অনলাইন অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করছে চীন সরকার। এর মধ্যে আমেরিকা-সহ বহু দেশের নানা বিখ্যাত প্রতিষ্ঠানের অ্যাপস রয়েছে।
ট্রিপঅ্যাডভাইজারের মতো বিখ্যাত অ্যাপও নিষিদ্ধ করা হয়েছে চীনে। অভিযোগ এই ধরনের বিভিন্ন অ্যাপে নাকি অশ্লীলতা, দেহব্যবসা, জুয়া হিংসা ছড়িয়ে পড়ছে চীনে। চীনা প্রশাসনের অভিযোগ এই অ্যাপগুলি ব্যবহার করে সাইবার আইন লঙ্ঘন করা হয়েছে।
প্রসঙ্গত ২০২০ সালের ২০ জুন প্রথম চীনকে ডিজিটাল ধাক্কা দেয় ভারত। এক যোগে বাতিল করা হয় ৫৯টি মোবাইল অ্যাপ্লিকেশন। এর পরে আবার ২ সেপ্টেম্বর বন্ধ করা হয় ১১০টি অ্যাপ।

















