এতে কোনো সন্দেহ নেই যে, কোভিড-১৯ মহামারিতে শিশুরা আগের চেয়ে অধিক সময় ডিভাইসে সময় পার করছে। তবে তারা যে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করছে এবং কোনো অনলাইন ঝুঁকির মধ্যে পড়ছে না সেটির নিশ্চয়তা সব অভিভাবকের কাছে থাকে না।
তবে এবার মাইক্রোসফট তাদের নতুন ফ্যামিলি সেইফটি অ্যাপ সবার জন্য উন্মুক্ত করেছে। এই সফটওয়্যারটি গত মার্চে ঘোষণা করা হয়। আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের সকল ব্যবহারকারী সফটওয়্যারটির ‘প্রিভিউ’ সংস্করণ ডাউনলোড করতে হবে।
অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং এক্সবক্স অ্যাপ্লিকেশন যেমন মাইনক্রাফটের মতো ভিডিও গেম ব্যবহারে কাস্টম টাইম লিমিট সেট করতে পারবেন। যদি আপনার বাচ্চা অধিক সময়ের জন্য আবদার করে তাহলে তাহলে আপনি ১৫ বা ৩০ মিনিট, এমনকি এক, দুই ও তিন ঘন্টা সময় বাড়াতে পারবেন।
এছাড়া নিয়ন্ত্রিত ডিভাইসগুলোর মাধ্যমে মাইক্রোসফট স্টোরে কেনাকাটা করতে চাইলে অভিভাবক তার মেইলে নোটিফিকেশন সেটআপ করতে পারবেন। এছাড়া থাকছে ওয়েব ও সার্চ ফিল্টার করার সুবিধাও। জানা যাবে সাপ্তাহিক অ্যাক্টিভিটি রিপোর্ট।
ডিবিটেক/বিএমটি