কাল থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু হলেও বন্ধ থাকছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাঠাও, উবার ও সহজের মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম স্থগিত রাখতে বলেছে বিআরটিএ।
বিআরটিএ এর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) লোকমান হোসেন মোল্লা জানিয়েছেন, গতকাল সবকয়টি রাইড শেয়ারিং কোম্পানিকে (মোট ১২টি) এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
তবে রাইড শেয়ারিং পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে চিঠিতে নির্দিষ্টভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে, গত দুই মাস ধরে পাঠাও অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকলেও যাত্রীদের অনুরোধে অনেক চালকই অফলাইনে নিজেদের মতো ভাড়া ঠিক করে সেবা দিচ্ছেন বলে জানা গেছে।