হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জার যেসগুলো ইনস্টলেশন কয়েক বিলিয়ন পেরিয়ে গেছে তাদের সাথে তুলনা না চললেও, টেলিগ্রামের ক্ষেত্রে ৫০ কোটির মাইলফলক অর্জন করা সত্যিই বড় বিষয়। কারণ কোনো ডিভাইসেই এই মেসেজিং অ্যাপটি প্রি-ইনস্টল থাকে না। সম্প্রতি গুগল প্লে স্টোরে ডাউনলোডের ক্ষেত্রে এই মাইলফলক অর্জন করেছে টেলিগ্রাম। খবর ফোনএরিনা।
শুধুমাত্র গতবছর থেকে এই পর্যন্ত নতুন ৩০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়েছে, যা সত্যিই টেলিগ্রামের জন্য প্রেরণাদায়ক।
আপনি যদি ‘টেলিগ্রাম এক্স’ নামে অ্যাপটির অন্য ক্লায়েন্টের হিসাব করেন তাহলে এটি ৫১ কোটিতে পৌঁছেছে। ঐ সংস্করণটিতে ইন্টারফেস এবং অ্যানিমেশনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে।
গতমাসে টেলিগ্রাম ৪০ কোটি গ্রাহকে পৌঁছায়। প্রতিদিন ১৫ লাখ নতুন গ্রহক যুক্ত হচ্ছে সেবাটিতে, জানিয়েছেন অ্যাপটির ডেভেলপাররা।
ডিবিটেক/বিএমটি