এই শতকের সবচেয়ে ভয়ানক স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ববাসী। কোভিড-১৯ মহামারী নিয়ে হাজারো মিথ্যা তথ্যের ভিড়ে কিছু কাজ সত্যিই কাজ করছে এবং বিষয়গুলোও স্বচ্ছ। যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিচ্ছন্ন থাকা করোনা ঝুঁকি থেকে দূরে রাখে।
তবে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মানুষের সাথে না মিশেও আপনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় এই ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। তাই বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ চিকিৎসা খাতে নিয়োজিতরা প্রতি ঘন্টায় কয়েকবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন।
তবে নানা কাজের ভিড়ে হয়তোবা অনেকেই হাত ধোয়ার কথা ভুলে যেতে পারে। আর এই বিষয়টিকে মাথায় রেখে গুগল ওয়্যারওএস স্মার্টওয়াচের ক্লক অ্যাপে নতুন ফিচার এনেছে গুগল।
নতুন এই ফিচারটি ব্যবহারকারীকে নিয়মিত হাত ধোয়া এবং নিজেকে ও অন্যদেরকে নিরাপদ রাখতে স্মরণ করিয়ে দেবে। হাত ধোয়ার জন্য ৪০ সেকেন্ডের একজন সেশন দেখাবে ওয়্যারওএস। ব্যবহারকারীর হাত ধোয়ার পর, এটি আবার তিন ঘন্টা পর পুনরায় প্রক্রিয়াটি শুরু করবে।
ডিবিটেক/বিএমটি