২০১২ সালে অ্যাপলের সিরিকে টেক্কা দিয়ে স্যামসাং তাদের নিজস্ব ভার্চুয়াল সহকারি ‘এস ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ উন্মোচন করে। গ্যালাক্সি এস ৩ ডিভাইসে এটি ছিলো অন্যতম বড় ফিচার। বর্তমানে এআই অ্যাসিস্ট্যান্ট সেই সেবাটি থেকে কয়েকগুন উন্নত। ফলে সময়ের পরিক্রমায় অনেকটা হারিয়ে গেছে এস ভয়েস।
স্যামসাং ইতিমধ্যেই তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট বিক্সবি’কে তুলে ধরেছে। এরই ধারাবাহিকতায় আগামী জুনে বন্ধ হচ্ছে এস ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ফলে পুরাতন ডিভাইসগুলোতে থাকা এই সেবাটি আর কাজ করবে না।
স্যামমোবাইল জানিয়ে দিয়েছে আগামী ১ জুন থেকে এস ভয়েস সেবাটি আর থাকছে না।
একইসাথে কোম্পানিটি জানিয়েছে, ইতিমধ্যেই গ্যালাক্সি ওয়াচ, গ্যালাক্সি অ্যাক্টিভে বিক্সবি পাওয়া যাচ্ছে। এস ভয়েস বন্ধ হলে গিয়ার এস৩ এবং গিয়ার সাপোর্টে পাওয়া যাবে বিক্সবির সেবা।
ডিবিটেক/বিএমটি