প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী তথা কাপলদের জন্য নতুন মেসেজিং অ্যাপ উন্মোচন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ‘টিউনড’ নামের এই অ্যাপের মাধ্যমে কাপলরা চ্যাটিংয়ের পাশাপাশি ছবি ও মিউজিক শেয়ার করতে পারবেন। থাকবে শেয়ারর্ড মেমরির টাইমলাইন। খবর রয়টার্স।
বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপটি উন্মোচন করা হয়েছে। ইন্ডাস্ট্রি সাইট সেন্সর টাওয়ার এই তথ্য প্রকাশ করেছে।
ফেসবুকের নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) টিম এই অ্যাপটি তৈরি করেছে, যাদের একেবার প্রথম থেকে নতুন একটি সোশ্যাল মিডিয়া পণ্য তৈরির দায়িত্ব দেয়া হয়েছিলো।
ডিবিটেক/বিএমটি