২০১৫ সালে টু-ডু লিস্ট অ্যাপ ওয়ান্ডারলিস্ট কিনে নেয় মাইক্রোসফট। তবে বছরখানেক আগে সফটওয়্যারটি জায়ান্টটি ঘোষণা দেয় যে এটি ধীরে ধীরে এই অ্যাপটি বন্ধ করে দেবে। মূলত নিজেদের ‘টু ডু’ অ্যাপকে জনপ্রিয় করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
সোমবার মাইক্রোসফট জানিয়ে দিয়েছে, আগামী বছরের ৬ মে বন্ধ হয়ে যাবে ওয়ান্ডারলিস্ট। এরপর থেকে ওয়ান্ডারলিস্টের টু-ডু সিনক্রোনাইজেশন করা যাবে না। তবে ব্যবহারকারূরা তাদের কনটেন্ট মাইক্রোসফট টু ডু অ্যাপে ইমপোর্ট করতে পারবেন।
ঐ তারিখের পর থেকে মাইক্রোসফটের ওয়ান্ডারলিস্টের কোনো দায় নেবে না। ইতিমধ্যে অ্যাপটিতে নতুনভাবে কেউ যুক্ত হতে পারছেন না। তবে ওয়ান্ডারলিস্টের প্রায় সকল সুবিধায় টু ডু অ্যাপে যুক্ত করা হয়েছে। তাই গ্রাহকদের হতাশ হবার কোনো কারণ নেই।
ডিবিটেক/বিএমটি