গত কয়েক মাস ধরে পরীক্ষামূলক সংস্করণের পর আইওএস ডিভাইসের অ্যাপ স্টোরে যুক্ত হলো নতুন ব্রাউজার। আইফোন ও আইপ্যাডে ব্যবহারযোগ্য এই ব্রাউজারটির নাম ‘ভিভালডি’।
এতে এমন একটি ফিচার রয়েছে যাা ব্যবহারকারীকে মোবাইল সংস্করণে ডেস্কটপ ধরনের ‘ট্যাব বার’ ব্যবহারের সুযোগ দেয়। আর এটি থাকছে ডিফল্ট হিসাবেই। একইভাবে মোবাইল ডিভাইসের স্ক্রিন আকারে ছোট হওয়ায় এতে ‘ট্যাব সুইচার’ নামের ফিচার রয়েছে, যা ব্যবহারকারীকে সকল খোলা ট্যাবের স্ন্যাপশট দেখায়।
ফলে এতোদিন শুধু অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণে ব্যবহার করা যেত এমন অনেক ফিচারই এখন ব্যবহার করতে পারবেন আইফোন ও আইপ্যাড ব্যাবহারকারীরা।
ভিভালডি’র অন্যান্য সুবিধার পাশাপাশি আইওএস সংস্করণে রয়েছে ‘বিল্ট ইন’ অ্যাড ব্লকার। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ব্রাউজারের সেটিংয়ে থাকা প্রাইভেসি অপশন থেকে বিভিন্ন ওয়েবসাইটের ‘ব্লকিং লেভেল’ বাছাইয়ের সুযোগ রয়েছে।