এখন সারা বিশ্ব থেকেই ডাউনলোড ও ইনস্টল করা যাবে গুগল সার্চের অপটিমাইজড সংস্করণ ‘গুগল গো’। বেশ কিছু ইউনিক ফিচার নিয়ে এসেছে অ্যাপটি। খবর এনগ্যাজেট।
গুগল গো সার্চ অ্যাপে কোনো ওয়েব পেইজ নিজে পড়তে না চাইলে অ্যাপই ব্যবহারকারীকে পড়ে শুনিয়ে দেবে। ফলে যারা চোখে দেখতে পান না কিংবা কম দেখেন তারাও ওয়েব কনটেন্ট শুনে বুঝতে পারবেন। আগে নির্ধারিত কিছু দেশে অ্যাপটি পাওয়া গেলেও এখন বিশ্বব্যাপী যে কেউ অ্যাপটি ইনস্টল ও ব্যবহার করতে পরবেন।
অ্যাপটি মূলত লো-এন্ড ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। অ্যাপটি খুবই কম জায়গা (প্রায় ৭ মেগাবাইট) দখল করে। এছাড়া সর্বনিম্ন ইন্টারনেট ডেটা খরচ করে। আপনার ডিভাইস যদি অফলাইনে চলে যায় এটি আপনার সার্চ করার বিষয়টি মনে রাখবে এবং ইন্টারনেটে যুক্ত হলে সেটি সার্চ করে ফলাফল দেখাবে।
মূলত যেখানে লিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস এবং কমদামি হ্যান্ডসেট ব্যবহার করা হয় সেসব অঞ্চলেও যাতে গুগল সার্চ ফিচারটি সহজে ব্যবহৃত হয় তার জন্যই এই উদ্যোগ। এর আগে ফটোস এবং ইউটিউবেরও লাইটওয়েট সংস্করণ উন্মোচন করেছে গুগল। উন্নয়নশীল দেশগুলোর জন্য এসব লাইটওয়েট অ্যাপ খুবই কার্যকরী।
আগ্রহীরা গুগল প্লে স্টোর থেকে গুগল গো অ্যাপটি ডাউনলোড ও ডিভাইসে ইনস্টল করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি