অ্যাপ মার্কেটে এই মুহূর্তে রাজত্ব করছে অ্যাপল ও গুগল। এই দুই কোম্পানির কারণে থার্ড পার্টি অ্যাপ স্টোরগুলো আজ প্রায় বন্ধের মুখে। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য গুগল প্লে স্টোর অফার করে গুগল। আর অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন আইফোন ব্যবহারকারীরা। অর্থাৎ আপনি যদি অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারী হন, তাহলে অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে এই দুটি অ্যাপ স্টোরে যেতে হবে।
তবে এবার গুগল ও অ্যাপলকে অ্যাপ মার্কেটে টেক্কা দিতে আসছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
মাইক্রোসফটের গেমিং প্রধান ফিল স্পেন্সার জানিয়েছেন, তারা গেমিং প্লে স্টোর চালু করার পরিকল্পনা করেছে। ২০২৪ সালের মার্চের মধ্যে সংস্থাটি নিজস্ব প্লে স্টোর চালু করতে পারে। এই প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীরা আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ধরণের অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই প্ল্যাটফর্মে, আপনাকে এক্সবক্স এবং মাইক্রোসফটের কনটেন্টও অফার করা হবে।
তবে মাইক্রোসফট এর প্লে স্টোর চালু এবং অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণ নিয়ে প্রশ্ন উঠছে। কারণ গত মাসে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অ্যান্টি-ট্রাস্ট সতর্কতা জারি করা হয়েছে। তারা গেমিং দুনিয়ায় অসাধুভাবে প্রতিযোগিতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
যদিও ইউরোপীয় ইউনিয়নের এই দাবি উড়িয়ে ফিল স্পেন্সার বলেছেন, মাইক্রোসফটের তরফে অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের ফলে মোবাইল গেমিংয়ের দুনিয়ায় প্রতিযোগিতা বাড়বে, যা এতদিন মাত্র দুটি প্রতিষ্ঠান, গুগল ও অ্যাপলের দখলে ছিলো।
ডিবিটেক/বিএমটি