আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণি–পেশার নারীদের ভূমিকা তুলে ধরে নতুন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ছয়টি অক্ষরে নারীদের বিভিন্ন কাজের ছবি তুলে ধরা হয়েছে ডুডলটিতে।
গুগলে প্রবেশ করলেই দেখা মিলছে ডুডলটির।
ডুডলটিতে ক্লিক করলেই আন্তর্জাতিক নারী দিবসের বিস্তারিত তথ্যনির্ভর সার্চ পেজ চালু হচ্ছে। পেজটিতে অ্যানিমেশনের মাধ্যমে পর্দাজুড়ে বেগুনি রঙের উৎসবের আবহ তুলে ধরার পাশাপাশি নারীদের এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য, সংবাদের পাশাপাশি বিভিন্ন তথ্যও জানার সুযোগ মিলছে।