চলতি সপ্তাহেই চাকরি হারাতে চলেছেন মেটার প্রায় এক হাজার কর্মী। জানা গেছে, ইতিমধ্যেই নানা প্রকল্পে কর্মরত টিমের নাম চূড়ান্ত করে ফেলেছে মেটা কর্তৃপক্ষ। চলতি সপ্তাহেই তাদের ছাঁটাই করা হবে।
জানা গেছে, গত নভেম্বর মাস থেকে মোট ১৩ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলেছে মেটা। কিন্তু বিশ্বব্যাপী মন্দার মাঝে খরচ কমানোর পথে হাটছে তারাও।
ব্লুমবার্গের সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি প্রকল্পে কর্মরত টিমকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছে মেটা কর্তারা। তাছাড়াও ম্যানেজারদের প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যেন মেটার কিছু শেয়ার কিনে নেন।
কাজে গতি আনতে মাঝের সারির বেশ কয়েকটি পদই বাতিল করে দেওয়া হবে, বছরের শুরুতেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। ২০২৩ সালকে দক্ষতার বর্ষ হিসাবে দেখছেন জুকারবার্গ। সেই সঙ্গে কোম্পানির কাজে গতি বাড়াতে চাইছেন তিনি।
ডিবিটেক/বিএমটি