বেশ সমারোহে আজ মঙ্গলবার (৭ মার্চ) জিপি হাউজ ময়দানে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের নিবন্ধন দিবস উদযাপন করলো প্রতিষ্ঠানটির সাধারণ কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিনর গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বিভাগের প্রধান, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং সিএইচআরও সৈয়দ তানভীর হোসেন সহ গ্রামীণফোন ব্যবস্থাপনা পর্ষদের শীর্ষ কর্মকর্তারা।
জিপিইইউ এর সাধারণ সদস্য, লিডার ও জিপি ম্যানেজমেন্ট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জিপিইইউ নিবন্ধন দিবসের কর্মসূচি উপলক্ষে একই সঙ্গে সার্কেল অফিসে কেক কেটে এবং টোকেন অফ লাভ হিসেবে উপহার বিতরণের মধ্য দিয়ে নিবন্ধন দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে জিপি ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সিইও ইয়াসির আজমান, সিএইচআরও জনাব সৈয়দ তানভীর হোসেন এবং আইআর প্রধান কে.এম. সাব্বির আহমেদ । জিপিইইউ থেকে ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফজলুল হক, সাধারণ সম্পাদক মাতুজ আল কাদরী বক্তব্য রাখেন।
এদিকে ৮ মার্চ পবিত্র শবেবরাতের ছুটির দিন হওয়ায় জিপিইইউ এই অনুষ্ঠানেই আন্তর্জাতিক নারী দিবস ও পালন করেছে। জিপিহাউজে সকল নারী সহকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিপিইইউর নেতৃবৃন্দ। একযোগে সমস্ত সার্কেল অফিসে নারী এমপ্লয়িদের ফুল বিতরণের মাধ্যমে নিবন্ধন দিবস পালন করা হয়। সমস্ত এমপ্লয়িরা নারী দিবসের থিম অনুসারে গোলাপী এবং বেগুনি রং এর পোশাক পরে এবং অনুষ্ঠানটিকে উৎসব মুখর এবং রঙিন করে তোলেন।