এক দল শিশু এসে মঞ্চে গাইলো গান। আমন্ত্রণ জানালো সামনে উপস্থিত দর্শকদের গাইতে। ও. ও রেনো ৮টি…। ক্যাপ্চার ইউর প্যাশন।
সোমবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন হলে এভাবেই শুরু হয় অপোর সর্বশেষ ফ্লাগশিপ ফোনটির অবুমক্ত অনুষ্ঠান।
শিশুদের পরই ‘হ্যালো বাংলাদেশ’ বলে অভ্যাগত অতিথিদের স্বাগাত জানান অপো বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং। জানালেন, ১০০ মেগা পিক্সেল ক্যামেরা ছাড়াও বিশ্বব্যাপী ৭০ মিলিয়ন ব্যবহারকারীদের আস্থা অর্জনের কথা। বললেন, রেনো এইট টি ডিভাইসটি মূলত যারা জীবনে নতুন কিছু অর্জনে চেষ্টা করে যাচ্ছে এমন শৈল্পিক চিন্তা-চেতনা সম্পন্ন তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে। হালকা ও নিখুঁত ডিজাইন, অত্যাধুনিক পোর্ট্রেট ক্যামেরা প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্সের সমন্বয়ের প্রতিফলন হয়েছে এই সিরিজে। এই ধারাবাহিকতায় অপো রেনো এইট টি ব্যবহারকারীদের নিত্যদিনের সব চাহিদা মেটাতে বিভিন্ন প্রোফেশনাল ফিচার ও প্রযুক্তি নিয়ে এসেছে। আমরা আশা করি, রেনো সিরিজে নতুন ফোন রেনো এইট টি ব্যবহারকারীদের ক্ষমতায়ন করবে এবং তাদের সুপ্ত প্রতিভা অন্বেষণ করতে অনুপ্রাণিত করবে।”
ক্যামেরার ক্যারিশমা তুলে ধরতে মঞ্চে হাজির হন বিশ্বনন্দিত আলোকচিত্রী আর্কিটেক্ট অ্যাডম ব্ল্যাক। মুঠোফোনে ছবি তোলার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। জানালেন, এই ফোনে আছে কাস্টমাইজেবল অরবিট লাইট ডিজাইন যা পাঁচটি ভিন্ন নটিফিকেশন সেটিংস সমর্থন করে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার অপশন (রঙ) নির্বাচন (পার্সোনালাইজ) করতে পারবেন। এই ফোনের আল্ট্রা-স্লিম বডি ডিজাইন প্রত্যেকের ফ্যাশন স্টেটমেন্টে নতুনত্ব নিয়ে আসবে। এছাড়া, আপগ্রেডেড কালারওএস ১৩, ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ৩৩ ওয়াট সুপারভুকসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা।

অপোবন্ধু ব্র্যান্ডফ্রেন্ড সৈয়দ জামান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে পণ্য ব্যবস্থাপক জারা জানালেন, সর্বশেষ অপো রেনো৮ নিশ্চিত করবে প্রফেশনাল ক্যামেরার অভিজ্ঞতা। তুলে ধরেন ১০০ মেগা পিক্সেল পোর্ট্রেট ক্যামেরা, অত্যাধুনিক ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন, ৪৮ মাসের জন্য ফ্লুয়েন্সি প্রোটেকশন, সার্টিফাইড এসজিএস আই কেয়ার ডিসপ্লে এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির প্রসঙ্গ।
ফোনটির ওলিগোলি ঘুরিয়ে নিয়ে মঞ্চে এসে আলাপনে যুক্ত হন ক্রিকেট অলরাউন্ডার এবং অপোর শুভেচ্ছা দূত সাকিব আল হাসান। জানালেন, মোবাইলে ছবি তোলার শখের গল্প। দেখানো হয় অপো-তে তোলা তার ছবিগুলো। আর তার হাত ধরেই বাংলাদেশে অবমুক্ত হলো রেনো ৮টি।
মঞ্চে এসে অপো’র ব্র্যান্ড ম্যানেজার নাজিমুদ্দৌলা নিলয় দেখালেন অপো রেনো ৮টি-তে এ তোলা বাংলাদেশী আলোকচিত্রী ফারহানা সেতুর ছবি। এসময় সেতু প্রকাশ করেন তার অভিজ্ঞতার কথা।
অনুষ্ঠানের শেষে জানানো হলো- অপো রেনো ৮টি দাম ৩২ হাজার ৯৯০ টাকা। তবে প্রি-অর্ডারে ৫ হাজার টাকার এক্সচেঞ্জ এবং তিন মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা। দু-একদিনের মধ্যে বাজারে আসবে ফোনটি।