গত ফেব্রুয়ারিতে স্যামসাং তাদের প্রথম ফোল্ডেবল ফোন ‘গ্যালাক্সি ফোল্ড’ উন্মোচন করে। স্মার্টফোন ডিজাইনে একটি নতুন মাত্রা যোগ করবে এই ফোল্ডেবল ফোন, সেই প্রত্যাশা নিয়েই ফোনটি উন্মোচন করা হয়। তবে ফোনটি যখন এপ্রিলে সাংবাদিকদের হাতে রিভিউ এর জন্য দেয়া হয় তখন অনেকেই এটির গুরুতর ত্রুটি উল্লেখ করেন। আর তাই স্যামসাং সেটি বাজারে আনা স্থগিত করে এবং ত্রুটি দূর করার চেষ্টা করে।
এরপর একাধিকবার ফোনটি পুনরায় উন্মোচনের কথা শোনা গেলেও সেটি সম্ভব হয়নি। তবে এবার উন্নত সংস্করণের গ্যালাক্সি ফোল্ড আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। আগামী সেপ্টেম্বরেই নির্ধারিত কয়েকটি বাজারে আসবে ভাঁজযোগ্য এই ফোন।
স্যামসাং জানিয়েছে, ফোনে ডিজাইনে অনেক কাজ করা হয়েছে। যুক্ত হয়েছে প্রোটেকশন ক্যাপ, বাড়তি মেটাল লেয়ার, কমানো হয়েছে বডি এবং ফ্রেমের মধ্যের দূরত্ব।
ডিবিটেক/বিএমটি