টাইমস ইন্টারনেট মালিকানাধীন এমএক্স প্লেয়ার অধিগ্রহণে আলোচনা করছে অ্যামাজন। তবে এখনও চুক্তির বিষয়ে একমত হতে পারেনি প্রতিষ্ঠান দুটি।
ই-কমার্স জায়ান্টটি প্রতিনিয়ত বিনোদন পরিষেবা বাড়াতে কাজ করছে। ভারতের অন্যতম ভিডিও স্ট্রিমিং পরিষেবা প্লাটফর্ম এমএক্স প্লেয়ার অধিগ্রহণ করতে পারলে তা দেশটির বাজারে অ্যামাজনের কার্যক্রমের পরিধি বাড়াতে সহায়তা করবে।
এমএক্স প্লেয়ার অধিগ্রহণের বিষয়ে আরও দুটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে জি-সনিও রয়েছে।
সাম্প্রতিক সময়ে এমএক্স প্লেয়ায়ের বাজার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন ফরম্যাট বা ধরনের ভিডিও প্লে করার পাশাপাশি কম দামি অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুবিধা থাকায় এর ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছে। বিশ্বে এমএক্স প্লেয়ারের ৩০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে এবং ভারতে এর জনপ্রিয়তা অধিক।
অতিরিক্ত চার্জ দেয়া ছাড়াই এর ব্যবহারকারীরা লাইভ টেলিভিশন চ্যানেল দেখতে পারে। যে কারণে এর জনপ্রিয়তা অনেক বেড়েছে। বিজ্ঞাপন থেকেই এমএক্স প্লেয়ারের অধিকাংশ আয় হয়ে থাকে।
অ্যামাজনের অধিগ্রহণের বিষয়টি এমএক্স প্লেয়ারের জন্য খুবই আকর্ষণীয় একটি বিষয়। এর আগে ২০১৮ সালে ১৪ কোটি ডলারে টাইমস ইন্টারনেট এটি কিনে নেয়। এরপর ভিডিও স্ট্রিমিং সার্ভিসটি শেয়ারচ্যাটের মজের সঙ্গে ৯০ কোটি ডলারের একটি চুক্তিতে একত্রিত হয় এবং ভারতের বাজারে অন্যতম ভিডিও স্ট্রিমিং পরিষেবায় পরিণত হয়।
গুগলের একচেটিয়া ভিডিও সার্ভিস ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে এমএক্স প্লেয়ার অধিগ্রহণের বিষয়টি অ্যামাজনকে বড় ধরনের সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ইউটিউবের সক্রিয় মাসিক ব্যবহারকারী প্রায় ৫০ কোটির বেশি।
সেখানে অ্যামাজনের প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন ও অ্যাড সাপোর্টেড ভিডিও স্ট্রিমিং সার্ভিসের মাসিক সক্রিয় ব্যবহারকারী চার কোটিরও কম। এমএক্স প্লেয়ারের বর্তমান বাজারমূল্য ৫০ কোটি ডলারের বেশি। প্লাটফর্মটির দাবি, ভারতে এর ১৫ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। যে কারণে অ্যামাজনের জন্য প্লাটফর্মটি নিজের অধীনে নেয়া খুবই ইতিবাচক একটি পদক্ষেপ ।
ডিবিটেক/বিএমটি