সৌদি সরকারের আমন্ত্রণে শনিবার রাষ্ট্রীয় সফরে রিয়াদ পৌঁছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সফরে সৌদি টেলিমিউনিকেশন কোম্পানির (এসটিসি) প্রধান কার্যালয় রিয়াদের ফেয়ারমন্ট হোস্টেল-এ অনুষ্ঠিতব্য ডিজিটাল কর্পোরেশন অর্গানাইজেশনের (ডিসিও) দ্বিতীয় সাধারণ অধিবেশনে অংশ দেবেন তিনি।
আগামীকাল বৈঠক করবেন SCAI-এর সিইও আয়মান আইনশের এবং প্রধান বিনিয়োগ ও অংশীদারি কর্মকর্তা আবদুল্লাহ আলজাউইনি এর সাথে। আলোচনা হবে ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে বিদ্যমান শুন্যতা ঘুচে সেতুবন্ধন রচনার ওপর। পরে দিন সকালে ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল মিসেস দীমা আল ইয়াহিয়ার আমন্ত্রণে রিয়াদ ফ্রন্ট এক্সপো এক্সিবিশন সেন্টার পরিদর্শন করবেন।
সন্ধ্যায় যোগ দেবেন মন্ত্রিসভা অধিবেশনে। সেখানে ডিজিটাল গভর্মেন্ট অথরিটির ওপর প্যানেল আলোচনায় অংশ নেবেন আইসিটি প্রতিমন্ত্রী। এরপর দেশটির এক্সিবিশন ট্রেন্ড সেন্টারে ৬-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বৈশ্বিক টেক কনফারেন্স লিপ (এলইএপি) সিইও ড. আব্দুলরহমান আল জাদায়ীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
একইসঙ্গে সফরে সৌদিআরবের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটির ইঞ্জিঃ মাজেদ মোহাম্মাদর আলমাজিদ, তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ বিন আমের আলাওয়াহা এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন পলক। ৬ দিনের সফরে ইডিসি বিষয়ে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তিতে সই ও প্রবাস বন্ধু কল সেন্টার খোলার বিষয়ে আলোচনা করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সফরে সৌদি টেলিমিউনিকেশন কোম্পানির (এসটিসি) প্রধান কার্যালয় রিয়াদের ফেয়ারমন্ট হোস্টেল-এ অনুষ্ঠিতব্য ডিজিটাল কর্পোরেশন অর্গানাইজেশনের (ডিসিও) দ্বিতীয় সাধারণ অধিবেশনে অংশ দেবেন আইসিটি প্রতিমন্ত্রী।আগামীকাল বৈঠক করবেন SCAI-এর সিইও আয়মান আইনশের এবং প্রধান বিনিয়োগ ও অংশীদারি কর্মকর্তা আবদুল্লাহ আলজাউইনি এর সাথে। আলোচনা হবে ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে বিদ্যমান শুন্যতা ঘুচে সেতুবন্ধন রচনার ওপর।
১০ ফেব্রুয়ারি দেশের ফেরার আগে ইসলাম ধর্মের ঐতিহাসিক স্থান সফর করার পাশাপাশি ওমরাহ করবেন তিনি।