সারাদেশে ছেলেধরা সন্দেহে বেশ কয়েকজন পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। অনেককে পিটিয়ে আহত করা হয়েছে। এই আতঙ্কে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেতে অনেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতেও যাচ্ছেন না।
দেশের বিভিন্ন স্থানে ভিক্ষুকরা স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ঘুরছেন। বিশেষ করে জেলা শহরগুলোতে বিষয়টি বেশি দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় এর বেশকিছু ছবিও দেখা গেছে।
ছেলেধরা গুজবের বিষেয়ে সবাইকে সচেতন করতে বিভিন্ন এলাকা মাইকিং সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সচেতন করতে সভা করার পাশাপাশি ফেসুবকে পেজে সচেতনতামূলক পোস্ট দেওয়া হচ্ছে।
তবে এসব পোস্টের মধ্যে সাতক্ষীরার সুলতানপুর এলাকায় জেলার তালা উপজেলা ও পলাশপোল এলাকায় কয়েকজনকে ভিক্ষুকের জাতীয় পরিচয় পত্র নিয়ে ভিক্ষা করা ছবি ছড়িয়ে পড়েছে।
তারা জানিয়েছেন, পরিচিত এলাকার বাইরে ভিক্ষা করতে যাচ্ছেন না। সঙ্গে এলাকার চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র ও আইডি কার্ড রাখছেন বিপদ এড়াতে।