দ্বিগুণ করা হয়েছে ই-ওয়ালেটের দৈনিক লেনদেন সীমা। এর ফলে এখন থেকে ই-ওয়ালেটের মাধ্যমে দৈনিক এক লাখ টাকা স্থানান্তর করতে পারবেন ব্যক্তি পর্যায়ের একজন গ্রাহক। আর আগের মতোই মাসে সর্বোচ্চ ৪ লাখ টাকা লেনদেন করতে পারবেন। এতদিন ই-ওয়ালেটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা ও খরচ করতে পারতেন গ্রাহক।
মূলত ব্যাংক হিসাবের বাইরে যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি’র মাধ্যমে মোবাইল বা ইন্টারনেটে লেনদেন করেন তারাই এই সুযোগ পাবেন।
এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই লেনদেন সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস বিভাগ। নির্দেশনা অনুযায়ী, ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের লেনদেন এবং প্রতিষ্ঠানের ই-ওয়ালেট হিসাবের ক্ষেত্রে এ ঊর্ধ্বসীমা প্রযোজ্য হবে না।
প্রসঙ্গত, নগদ লেনদেন কমিয়ে অনলাইন লেনদেন বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ই-ওয়ালেট সেবাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে আইপে সিস্টেম এবং ডি মানি বাংলাদেশ নামের দুটো কোম্পানি ই-ওয়ালেট সেবা দিতে বাংলাদেশ বাংকের লাইসেন্স নিয়েছে। এর মধ্যে আইপে কার্যক্রমে শুরু করলেও ডি মানি বাংলাদেশ এখনও কার্যক্রম শুরু করেনি।