নীতি লঙ্ঘন করলেই পোস্ট মুছে দিয়ে সেই জায়গায় এরর দেখাবে ইনস্টাগ্রাম। পর্নোগ্রাফি, বুলিং করা, হ্যারাজমেন্ট, ঘৃণা উদ্রেককারী বক্তব্য, ড্রাগ সেল, কাউন্টার টেরোরিসম নীতি লঙ্ঘনকারীরাই এই শাস্তিতে পাবেন।
নোটিফিকেশন দিয়েই এই শাস্তি দেবে ফেসবুকের মালিকানাধীন এই কোম্পানি।
ওয়েব জগতে সুনীতি ফিরিয়ে আনতে ইতিমধ্যেই নিজেদের নীতিতে নতুন নিয়মও যোগ করেছে ছবি শেয়ারিংয়ের এই জনপ্রিয় প্লাটফর্মটি।
এক ব্লগে ইনস্টাগ্রামের তরফে জানানো হয়েছে, ”এই পরিবর্তনের ফলে আমরা সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে ডিলিট করতে পারব যারা ক্রমাগত আমাদের নিয়ম বিরুদ্ধ কাজ করে চলেছে।”
ইনস্টাগ্রামের নতুন অ্যাকাউন্টের বন্ধ করে দেওয়ার নিয়মে, নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিকবার হিংসামূলক ঘটনা ঘটলে তারা সেই অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। এখন পর্যন্ত কয়ক শতাংশ অ্যাকাউন্ট তারা বন্ধ করেছেন।
কোম্পানির তরফে জানানো হয়েছে, নতুন নিয়মের মাধ্যমে মানুষকে অবগত করতে এবং যা তারা পোস্ট করেছেন সেই বিষয় সম্পর্কে যাতে তাদের ধারণা না রেখে কোনো পোস্ট করাটাই হবে বোকামি।
খারাপ কিছু পোস্ট করলেই অ্যাকাউন্টের গ্রাহকদের কাছে নোটিফিকেশন পাঠাবে ইনস্টাগ্রাম। তাদের সাবধান করা হবে যে এই ধরনের কার্যকলাপ চলতে থাকলে তারা অ্যাকাউন্টটি বন্ধ করে দেবেন। সেখানে কোন কোন পোস্টে নিয়ম লঙ্ঘন করা হয়েছে তার তালিকাও দেওয়া থাকবে।
হিংসাত্মমূলক কমেন্ট, স্টোরি বা পোস্ট মুছে দেওয়া হবে, সঙ্গে ইনস্টাগ্রামের কমিউনিটি গাইডলাইন ভঙ্গের জন্য ডিলিট করা হবে নির্দিষ্ট অ্যাকাউন্ট।