মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড কম্পিউটিং সার্ভিসে আটিফিশিয়াল ইন্টেলিজেন্স সুপারকম্পিউটিং প্রযুক্তি ডেভেলপমেন্টের জন্য সানফ্রান্সিসকো-ভিত্তিক ওপেনআই’তে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। একাধিক বছরের অংশীদারিত্বে এই বিনিয়োগ করছে সফটওয়্যার জায়ান্টটি। খবর রয়টার্স।
সোমবার মাইক্রোসফটের পক্ষ থেকে এই বিনিয়োগের কথা জানানো হয়। ২০১৫ সালে সিলিকনভ্যালির বিনিয়োগকারী স্যাম অল্টম্যান, পিটার থেইল এবং লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা রেইড হফম্যানসহ বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে এক বিলিয়ন ডলার ফান্ডিংয়ের মাধ্যমে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ওপেনএআই যাদ্রা শুরু করে।
এই বছরের প্রথম দিকে বাইরের বিনিয়োগ আনতে প্রতিষ্টানটি লাভজনক বিভাগ তৈরি করেছে।
যাত্রা শুরুর পর থেকেই ওপেনএই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষকদের নিয়োগের মাধ্যমে রোবটের উন্নয়নে কাজ করছে। সফটওয়্যারের মাধ্যমে একটি রোবটিক হাতকে মানুষের হাতের মতো কার্যকরী করা, খবর তৈরি করা, রোবটিক্স অ্যালগরিদম ইত্যাদি নানা কাজ করেছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি