প্রতিবছর সারাবিশ্বে উৎপাদিত খাদ্যশস্যের ৪০ শতাংশ নষ্ট নয় কীটপঙ্গের উপদ্রবে; জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসেব অনুযায়ী যার অর্থমূল্য ২২ হাজার কোটি ডলার। এ পরিস্থিতি মোকাবেলার সম্ভাব্য উপায় হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে স্লোভেনিয়ার ‘ট্র্যাপভিউ’ নামের এক কোম্পানি। ফাঁদে ধরা পড়া কীটপতঙ্গকে চিহ্নিত করে ফসলি জমিতে সম্ভাব্য সংক্রমণ সম্পর্কে কৃষককে সতর্ক করে দিতে পারে ট্র্যাপভিউয়ের এআই প্রযুক্তি।