কয়েকদিন আগে টুইটারের ‘আত্মহত্যা প্রতিরোধী’ টুলস বন্ধ করে দেয়া হয়, শুক্রবার এমন খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এর পরপরই ব্যবহারকারী এবং গ্রাহক সুরক্ষা গ্রুপগুলো সোচ্চার হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় পুনরায় সেবাটি চালু করা হয়েছে। খবর রয়টার্স।
বিভিন্ন দেশের মানসিক স্বাস্থ্য, এইচআইভি, ভ্যাকসিন, শিশু নিপীড়ন, কোভিড-১৯, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কিত বিভিন্ন সহায়ক সংস্থার সার্চ ফলাফলে শীর্ষেই থাকতো এই ফিচারটি। যেটি ‘‘#ThereIsHelp’ নামে পরিচিত।
গত শুক্রবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে রয়টার্সের প্রতিবেদন প্রকাশ হয়। তখন তারা জানান, ফিচারটি কিছুদিন আগে সরিয়ে ফেলা হয়েছে। এটি সরানোর নির্দেশ দিয়েছেন ইলন মাস্ক নিজেই, এমনটিও দাবি করেন তারা।
প্রতিবেদন প্রকাশের পরপরই রয়টার্সকে ফিচার সরানোর বিষয়টি নিশ্চিত করেন টুইটারের নিরাপত্তা প্রধান এলা আরইউন। পাশাপাশি, এই অপসারণকে তিনি ‘অস্থায়ী’ বলে আখ্যা দেন।
তবে টুইটারের প্রধান ইলন মাস্ক ফিচারটি সরিয়ে ফেলার খবরকে পুরোপুরি ভুয়া বলে টুইট করেন। একইসাথে এটি চালু রয়েছে বলেও জানান। প্রতিবেদন প্রকাশের ১৫ ঘন্টা পর তিনি এই টুইট করেন।
আরেক টুইটে ইলন মাস্ক জানান, টুইটার আত্মহত্যা ঠেকায় না।
ডিবিটেক/বিএমটি