ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা ‘হাইপারলুপ নেটওয়ার্ক’-এ যাত্রীদের গন্তব্যে পৌছানো বাস্তব করতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। কিন্তু নেদারল্যান্ডের একটি টিম ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখিয়ে দিয়েছে কেমন হবে হাইপারলুপ।
২০১৯ স্পেসএক্স হাইপারলুপ পড প্রতিযোগিতায় টিমটি অংশগ্রহণকারীদের একঝলক দেখার সুযোগ করে দিয়েছে। আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় স্পেসএক্স প্রধান কার্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে নেদারল্যান্ডের ডেল্ফট ইউনিভার্সিটি অব টেকনোলজি এই প্যানোরমিক ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরবে।
দলটি সিজি/ইন্টার্যাক্টিভ টেকনোলজি কোম্পানি আইএনডিজি এবং গ্রাফিক্স স্টুডিও অল্টস্পেস (গুগলের অধিগ্রহণকৃত অল্টস্পেস ভিআর নয়) এর সাথে যুক্ত হয়ে থ্রিডি এক্সপেরিয়েন্স তৈরি করেছে। চূড়ান্ত পণ্যটি পডের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইন দেখাবে এবং একইসাথে হাইপারলুপ স্টেশন নিয়ে দলটির লক্ষ্য কী তা জানাবে। যেখানে ইনফোগ্রাফিক স্ক্রিণ এবং নেভিগেশনাল সাইনেজ থাকবে।
২০১৭ সালের প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডেল্ফট ইউনিভার্সিটি টিম প্রথম স্থান অধিকার করে। এবার তৃতীয়বারের মতো তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
ভার্চুয়াল সংস্করণের মতো প্রকৃত পড এবং স্টেশনে এতোটা কাঠ ব্যবহার করা হবে না। তবুও ভিডিওতে দেখে নিতে পারেন কেমন হবে হাইপারলুপ স্টেশন।
ডিবিটেক/বিএমটি