কিবোর্ডে টাইপ করার পরিবর্তে মুখের কথার মাধ্যমে প্রোগ্রামারদের কোড লেখার সুবিধা চালু করতে চায় গিটহাব। এ লক্ষে কোপাইলট পরিষেবা গ্রহণকারীদের জন্য হেই, গিটহাব নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন পরীক্ষামূলক সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। খবর বণিকবার্তা ও গিকি গ্যাজেটস ।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, হেই, গিটহাব পরিষেবাটি অ্যাপলের সিরি, অ্যামাজনের অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো বাজারে প্রচলিত ভয়েস অ্যাসিস্ট্যান্টের আদলে কাজ করবে।
চলতি বছরের শুরুতেই কোপাইলট চালু করেছে গিটহাব। এটি ব্যবহারে সাবস্ক্রাইবারদের প্রতি মাসে ১০ ডলার ফি দিতে হয়। প্রোগ্রামারের কোড এডিটরের মধ্যেই নতুন কোডের পরামর্শ দেয় কোপাইলট।
কোডের পাশাপাশি ভিজ্যুয়াল স্টুডিও কোড, নিওভিম এবং জেটব্রেইনের মতো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে (আইডিই) টাইপ করার সময়ে কোডের পরবর্তী সম্ভাব্য লাইনও জানিয়ে দেয় এ কৃত্রিম বুদ্ধিমত্তা।
এক ব্লগপোস্টে গিটহাব জানায়, কণ্ঠস্বরের মাধ্যমে কোড লেখার সুবিধাটি ডেভেলপারদের কাছে আনতে পেরে আমরা আনন্দিত। বিশেষ করে যাদের টাইপ করতে সমস্যা হয় তাদের জন্য। আপাতত কেবল ভিএস কোডের মধ্যে কোডিং করার সময়েই কিবোর্ড ব্যবহারের প্রয়োজনীয়তা কমিয়ে আনবে হেই, গিটহাব। ভবিষ্যতে গবেষণা আর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর সক্ষমতা আরও বাড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেছে প্লাটফর্মটি।
ডিবিটেক/বিএমটি