আইফোনসহ অ্যাপল ডিভাইসের বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতিই জানা গেছে, বিভিন্ন ডিভাইসকে চার্জ দেওয়ার জন্য একটিই চার্জিং ক্যাবলের ব্যবস্থা করছে অ্যাপেল। টাইপ সি চার্জার আনা হতে পারে আইফোন, ম্যাকবুক চার্জ দেওয়ার জন্য। তবে এর বাইরেও আরেকটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে।
খবরে বলা হয়, এবার অ্যাপল ভয়েস অ্যাসিস্ট্যান্ট পরিষেবাতেও পরিবর্তন আনার পরিকল্পনা করা হচ্ছে। ‘হে সিরি’ বলে যে ভয়েস অ্যাসিস্টেন্ট পরিষেবা চালু করা হত, এবার সেই কমান্ডেই পরিবর্তন আনা হতে পারে।
সূত্রের খবর, এবার থেকে ‘হে সিরি’র বদলে শুধু ‘সিরি’ বললেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার চালু হয়ে যাবে। বিগত বেশ কয়েক মাস ধরেই অ্যাপল এই পরিবর্তন আনা নিয়ে চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে। আগামী বছর বা ২০২৪ সালের শুরুতে এই পরিবর্তন আনা হতে পারে।
অ্যাপলের ভয়েস কম্যান্ড পরিবর্তনকে কার্যকর করতে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং কাজে একাধিক পরিবর্তন আনতে হবে। ‘হে সিরি’ই হোক বা শুধু ‘সিরি’, ভয়েস কম্যান্ড বা নির্দেশ বোঝার জন্য আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্য লাগে। যদি ‘হে সিরি’ থেকে ভয়েস কম্যান্ড শুধু ‘সিরি’-তে পরিবর্তিত করা হয়, তবে বিভিন্ন দেশের উচ্চারণ ও ভাষাকে রপ্ত করে অ্যাপলের ফোন, ল্যাপটপসহ অন্যান্য ডিভাইসে ইনস্টল করতে হবে।
গুগল, অ্যামাজনের সঙ্গে টেক্কা দিতেই অ্যাপলও তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। অ্যামাজনের ‘অ্যালেক্সা’র ব্যবহারের জন্য ‘হে অ্যালেক্সা’ বলার প্রয়োজন পড়ে না, শুধু ‘অ্যালেক্সা’ বললেই হয়। অন্যদিকে, গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য বলতে হয় ‘হে গুগল’ বা ‘ওকে গুগল’। তবে যদি কোনও ব্যবহারকারী পরপর নির্দেশ বা কম্যান্ড দেন, তবে বারংবার ‘ওকে গুগল’ বলার প্রয়োজন পড়ে না। গত বছর মাইক্রোসফট নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট পরিষেবা বন্ধ করে দেওয়ার আগে ‘হে কর্টানা’ থেকে পরিবর্তন করে শুধু ‘কর্টানা’ করে দেওয়া হয় স্মার্ট স্পিকারে।
অ্যামাজন, গুগলের মতোই এবার অ্যাপলও ‘হে সিরি’র বদলে শুধু ‘সিরি’ ব্যবহার করা হবে। এতে কোনও কম্যান্ড গ্রহণ করতে আরও সুবিধা হবে।
ডিবিটেক/বিএমটি