দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৬৫টি প্রোগ্রামিং দলের ৬৪০ জন প্রতিযোগীর নিয়ে অনিুষ্ঠিত আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চ্যম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল নট স্ট্রং এনাফ (DU_NotStrongEnough)। প্রবলেম সলভিংয়ের এই প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছেন বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট পট্যাটোস (BUET Potatoes) এবং দ্বিতীয় রানার্স আপ জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল কেজডভিডি ৭২৯ (JU_kzvd4729 )।
এছাড়াও এই প্রতিযোগিতার শীর্ষ ১০ এর অন্যান্য বিজয়ী দলগুলো হলো যথাক্রমে বুয়েটের আরেকটি দল নার্ড হার্ড (Nerd herd), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের দল শাস্ট-কার্নেজ (Carnage) ও বার্ণেক্যাম্পমেসি (BerlekampMassey), বুয়েটের নেগেটিভ আইকিউস (Negetive IQs), বার্সাকার্স (Berserkers) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল স্ট্যাকস ডোন্টফ্লো (Stacks DontFlow) ও ফেনরিস (Fenrys)।
এছাড়াও চূড়ান্ত অনসাইট প্রতিযোগিতা শেষে পুরস্কৃত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাইনারি গেমস, রুয়েট আফ্টার মার্ক,শাস্ট লেভিভস স্কোয়াড, কুয়েটের ইফারভিসেন্টসহ আরো বেশি কয়েকটি দল।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার এশিয়া ঢাকা আঞ্চলিক পর্বের সমাপনী অধিবেশনে বিজয়ীদের নাম ঘোষণা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রযুক্তিপ্রাণ অধ্যাপক ড. মোহাম্মাদ কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি উপচার্য ড. মুহাম্মাদ ফাইয়াজ খান। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ১১৭টি কলেজ–বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭৪৫টি দলের প্রিলিমিনারি প্রতিযোগিতা সম্পন্ন হয়। অনলাইন প্রিলিমিনারি প্রতিযোগিতার ভিত্তিতে ১০৪টি কলেজ–বিশ্ববিদ্যালয়ের ১৬৫টি দলকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। বাংলাদেশের ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬৫ জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ৪৯৫ জন শিক্ষার্থীর সমন্বয়ে ১৬৫টি দল এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়।