গণযোগাযোগকে জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ২০টি ক্যাটাগরিতে “মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস” দিলো ই-কমার্স প্লাটফর্ম দারাজ। গণমাধ্যমের প্রকাশানা, এঙ্গেজমেন্ট, কনটেন্টের রিচ ইত্যাদি উদ্ভাবনায় ইনোভেটিভ প্রিন্ট লেআউট ক্যাটাগরিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইনোভেটিভ স্পেশাল সাপ্লিমেন্ট ক্যাটাগরিতে ঢাকা ট্রিবিউন, বেস্ট বিজনেস ম্যাগাজিন ক্যাটাগরিতে আইস বিজনেস টাইমস, বেস্ট লাইফস্টাইল ম্যাগাজিন ক্যাটাগরিতে আইস টুডে এবং বেস্ট ইউজ অব ইনফোগ্রাফ ক্যাটাগরিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই সম্মাননা পেয়েছে।
এছাড়াও অনলাইনে দুর্দান্ত কাজের জন্য বেস্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে দৈনিক সমকাল, বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে দীপ্ত টিভি-কে এই পুরস্কার দেয়া হয়েছে।
পাশাপাশি বেস্ট ডিজিটাল ডাইভার্সিফিকেশন প্রজেক্ট ক্যাটাগরিতে ওটিটি প্লাটফর্ম চরকি, বেস্ট কো-ব্র্যান্ডেড অনলাইন প্রজেক্টে দৈনিক যুগান্তর দারাজ থেকে স্বীকৃতি পেয়েছে। যুগান্তরের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবুল খায়ের চৌধুরী এবং ডিজিটাল মার্কেটিং ইনচার্জ এস কে শাকিল।
একইভাবে মোস্ট ইনোভেটিভ ডিজিটাল রিপোর্টে সময় টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম ফর ওমেন ক্যাটাগরিতে ডিবিসি নিউজ, বেস্ট টিভি প্রোগ্রাম (কিডস) ক্যাটাগরিতে দুরন্ত টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম (এন্টারটেইনমেন্ট) ক্যাটাগরিতে যমুনা টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম (লাইফস্টাইল) ক্যাটাগরিতে এটিএন বাংলা, বেস্ট টিভি প্রোগ্রাম (স্পোর্টস) ক্যাটাগরিতে একাত্তর মিডিয়া লিমিটেড, বেস্ট কান্ট্রি ব্র্যান্ডিং প্রোগ্রাম ক্যাটাগরিতে ইনডিপেন্ডেন্ট টিভি এবং স্পেশাল রিকগনিশন ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), চ্যানেল আই, ইত্তেফাক ও ডেইলি স্টার পেয়েছে দারাজ এর মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস” নামে আয়োজিত এই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল গণমাধ্যম প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস রুশো মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী খৈয়াম সানু সন্ধি।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ক্ষমতার লোভে নয়, হৃদয় থেকে বলছি সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী পরিবর্তন ও আধুনিকতায় বিশ্বাসী। কিন্তু সেটি নিজের আত্মপরিচয়ের বিনিময়ে নয়। বাংলাদেশের আজকে যে পরিবর্তন তার প্রধান কান্ডারিই হচ্ছেন প্রধানমন্ত্রী। এই উন্নয়নকে এগিয়ে নিতে হবে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা ট্রান্সফরমেশনের মধ্যদিয়ে যাচ্ছি। এর মধ্যে যারা পরিবর্তনকে এগিয়ে নিচ্ছে তাদের সম্মানিত করার এ উদ্যোগ প্রশংসার। ডিজিটাল মার্কেটপ্লেস নিয়ে নেতিবাচক সংবাদের বাইরে গিয়ে দারাজ যে ইতিবাচক ধারা সূচনা করেছে এটি অব্যাহত রাখতে হবে। সত্যিকারে যারা অপরাধী তারা শাস্তি পাক, কিন্তু যারা প্রকৃত ভালো ই-কমার্স করছে তাদের উৎসাহ দিতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার বিনোদন ও সংবাদ আড়াল করে না। তবে বিনোদনের ক্ষেত্রে আমরা অসম প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছি। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এ আয়োজনের আউটরিচ পার্টনার বাংলাদেশ ব্র্যান্ড প্র্যাকটিশনার, স্ট্র্যাটেজিক পার্টনার এসবিকে ফাউন্ডেশন, ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো রিবুট এবং আইডিয়েশন পার্টনার ডিমাডিম।