অবশেষে অ্যাপল কর্তৃপক্ষ তাদের নতুন পণ্য উন্মোচনের দিনক্ষণ ঘোষণা করেছে। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপলের ‘ফার আউট’ নামের এই উন্মোচন অনুষ্ঠান।
ধারণা করা হচ্ছে, দীর্ঘ প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ এই অনুষ্ঠানের উন্মোচন করবে অ্যাপল। এর সঙ্গে নতুন অ্যাপল ওয়াচ এবং আইপ্যাড উন্মোচনের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে।
অন্যদিকে, ইতিমধ্যেই ৭ সেপ্টেম্বরের অনুষ্ঠানে যোগদান দিকে সাংবাদিকদের দাওয়াত দেয়া শুরু করেছে অ্যাপল। প্রাথমিকভাবে শোনা গিয়েছিলো যে, ১৩ সেপ্টেম্বর হয়তো অ্যাপলের এউ অনুষ্ঠানে হতে পারে। তবে দিনক্ষণ এগিয়ে এসেছে।
আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯- এই দুই অপারেটিং সিস্টেম উন্মোচনরে সম্ভাবনাও রয়েছে এই অনুষ্ঠানে। ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে এই অনুষ্ঠান হবে।
ডিবিটেক/বিএমটি