ভিডিও স্ট্রিমিংয়ের জন্য একটি ‘অনলাইন স্টোর’ চালুর পরিকল্পনা করছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, নতুন পরিকল্পনায় যুক্ত করতে বিনোদনভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউটিউব। অভ্যন্তরীণভাবে এই সেবাকে ‘চ্যানেল স্টোর’ নামে অবিহিত করেছেন তারা।
প্রায় দেড় বছর ধরে এই প্রকল্প নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি। আসন্ন শরতে নতুন সেবাটি চালুর পরিকল্পনা করেছে অ্যালফাবেটের মালিকানাধীন কোম্পানিটি।
আগের তুলনায় বর্তমানে আরও বেশি গ্রাহক এখন কেবল বা স্যাটেলাইট টিভি ছেড়ে গ্রাহকভিত্তিক স্ট্রিমিং সেবায় যাচ্ছেন। তাই অ্যাপল কিংবা রোকুর মতো প্রতিষ্ঠানের নিজেদেরকে সামিল করতে ইউটিউব এই সেবা চালু করছে।
ডিবিটেক/বিএমটি