স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসায় স্পেসএক্সের স্টারলিংককে টেক্কা দিতে একীভূত হওয়ার পরিকল্পনা করেছে ইন্টারনেট স্যাটেলাইট অপারেটর ওয়ানওয়েব এবং ইউটেলস্যাট। নিয়ন্ত্রক সংস্থা এবং ইউটেলস্যাটের অংশীদারদের অনুমোদন সাপেক্ষে আগামী বছরের মাঝামাঝি সময়ে এই একভূতীকরণ সম্পন্ন হতে পারে। খবর এনগ্যাজেট।
উভয় কোম্পানি নতুন কোম্পানির অর্ধেক শেয়ারের মালিকানা পাবে। এক্ষেত্রে ওয়ানওয়েবের মূল্য ৩.৪ বিলিয়ন ডলার ধরা হয়েছে।
ইউটেলস্যাট ইতিমধ্যেই ৩৬টি জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এগুলো ওয়ানওয়েবের লো-আর্থ অরবিট স্যাটেলাইটের সাথে যুক্ত হবে, যার মাধ্যমে আকাশ থেকে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যাবে।
ওয়ানওয়েবের বর্তমানে ৪২৮টি স্যাটেলাইট মহাকাশে রয়েছে এবং আরও ৬৪৮টি স্যাটেলাইট এই প্রথম প্রজন্মের নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ডিবিটেক/বিএমটি