জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের জন্য নতুন ফিচার উন্মুক্ত করেছে। এর মাধ্যমে গ্রুপ কলে অংশগ্রহণকারীদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিকে মিউট করা যাবে। এছাড়া গ্রুপ কলে থাকা অবস্থায় অংশগ্রহণকারীদের মধ্যে যে কাউকে মেসেজ পাঠানোর সুবিধাও যুক্ত করা হয়েছে। খবর দ্য ভার্জ।
অনেক সময় গ্রুপ কলের একাধিক ব্যক্তি উপস্থিত থাকলে যে বাড়তি প্রতিধ্বনির বিড়ম্বনায় পড়তে হয়, সেটি এড়ানো যাবে। এছাড়া অনেকেরই সংযোগ জটিলতা, কারিগরি ত্রুটি কিংবা বাড়তি আওয়াজের কারণে ভোগান্তি হয়। এক্ষেত্রে ওই ব্যক্তিকে মিউট করে গ্রুপ কল চালিয়ে নেয়া যাবে। দীর্ঘদিন ধরেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচারটি প্রত্যাশা করছিলেন।
অন্যান্য ভিডিও কলিং সেবা যেমন জুম এবং মাইক্রোসফট টিমসে কলের সবাইকে অথবা নির্দিষ্ট কাউকে মিউট করার সক্ষমতা কেবল হোস্ট বা অ্যাডমিনের হাতে থাকে। তবে নতুন এই দুটি ফিচার শুধুমাত্র গ্রুপ কলের অ্যাডমিন বা হোস্ট ব্যবহার করতে পারবেন এমন নয়। অংশগ্রহণকারী সবাই এই ফিচারের সুবিধা নিতে পারবেন।
এছাড়া কলে নতুন কেউ যুক্ত হলে ব্যানারে নোটিফিকেশন হিসেবে দেখানোর সুবিধাও চালু করেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি গ্রুপ কলের কারা কারা প্রোফাইল ফটো দেখতে পারবেন সেটিও নির্ধারণ করে দেয়া যাবে।
ডিবিটেক/বিএমটি