অফলাইন ঠিকানা পেলো ডিজিটাল নারী উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)। ফলে মহাখালীর এই অফিসের ঠিকানা ব্যবহার করে এখন থেকে ব্যবসায় নিবন্ধন করাতে পারবেন ডিজিটাল নারী উদ্যোক্তারা।
জানাগেছে, গত ৬ জুন প্রথমবারের মতো নারীদের জন্য কো ওয়ার্কিং স্পেস চালু করা হয়েছে উই এর এই অফিস দি হাইভ-এ। বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে নারী উদ্যোক্তারা এই অফিস ব্যবহার করতে পারছেন।
এই বিষয়ে জানতে চাইলে উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, নারীদের জন্য একটা অফিসের সুযোগ করে দিতে পারে সত্যিই ভীষণ খুশি।নারী উদ্যোক্তারা বর্তমান বিশ্বের অর্থনীতিতে অবদান রাখছে, আর নারী উদ্যোক্তারা যাতে দেশের অর্থনীতিতে আরো ভালোভাবে অবদান রাখতে পারে সেই উদ্যোগেই কাজ করে যাচ্ছে উই। আমরা চাই দেশ, দেশীয় পণ্য, দেশের নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা রাখুক।
জানাগেছে, এই অফিসেই উদ্যোক্তারা তাদের কাস্টমারের সাথে মিটিং করা পন্য সরাসরি দেখানোর সুযোগ পাবেন। বাড়তি সুবিধা হিসেবে পাবেন ফ্রি ওয়াইফাই ব্যবহার ও মেন্টরিং সুবিধা।
প্রসঙ্গত, ২০১৪ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) যাত্রা শুরুর পর সেখান থেকে গড়ে ওঠা নারী উদ্যোক্তাদের ফোরাম থেকে আত্মপ্রকাশ করে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)। পরবর্তীতে এর পরিধি বাড়ার পর সংগঠনটি ট্রাস্টে রূপান্তরিত হয়।