ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য তাদের অ্যাকাউন্টের তথ্য ডাউনলোডের সুযোগ দিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি গত বছর থেকেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে ব্যবহার করা যাচ্ছে। জিডিপিআর নীতিমালা অনুযায়ী এই ফিচারটি চালু করা হয়, যা ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মেও রয়েছে। খবর রিপাবলিক ওয়ার্ল্ড।
ইতিমধ্যেই ফিচারটি অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে। ধারাবাহিকভাবে সকল ডেস্কটপ ব্যবহারকারী এই সুবিধা পাবেন।
ফিচারটি চালু হলে ব্যবহারকারী তার অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য যেমন, অ্যাকাউন্টের কার্যক্রম, প্রাইভেসি পলিসি, ডিভাইসের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ডাউনলোড করার সুযোগ পাবেন।
হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বেটা ২.২২১৯.৩ সংস্করণ থেকে এই ফিচারটি পাওয়া যাবে। এই সংস্করণে আপডেট হলেই ফিচারটি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের সুবিধা প্রদানে ক্লাউডভিত্তিক এপিআই পরিষেবা চালু করেছে। এমনকি ব্যবসায়ের জন্য প্রিমিয়ার সাবস্ক্রিপশনের পরীক্ষাও চালাচ্ছে হোয়াটসঅ্যাপ।
ডিবিটেক/বিএমটি