সাকিব আল হাসান-এর ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট পরিদর্শন করলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মোনার্ক মার্ট এর পক্ষ থেকে মিরাজকে স্বাগত জানান চিফ অপারেটিং অফিসার জাহেদ কামাল, এবং হেড অফ কমিউনিকেশন তানবিরুল ইসলাম।
এ সময় মোনার্ক মার্ট-এর বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখেন সোমবারের এই পরিদর্শনে মোনার্ক মার্ট এর বিভিন্ন কার্যপ্রক্রিয়া নিয়ে ধারণা নেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার। পরিদর্শনকালে সকল বিভাগীয় প্রধানদের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে অনলাইন শপিংটি বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিরাজ। তবে তিনিও সতীর্থ সাকিবের অংশীদার হচ্ছেন কি না সেবিষয়ে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি।