২০২১ সালে রেকর্ড পরিমান মুনাফা করেছে চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। সোমবার চীনের শেনঝেন থেকে আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। খবর নিক্কেই এশিয়া।
প্রকাশিত খবরে বলা হয়, ২০২১ সালে হুয়াওয়ের নিট মুনাফা হয়েছে ১১ হাজার ৩৭০ কোটি ইউয়ান বা ১ হাজার ৭৮০ কোটি ডলার, যা ২০২০ সালের চেয়ে ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে কোম্পানির মোট আয় ২৮ দশমিক ৫০ শতাংশ কমে ৬৩ হাজার ৬৮০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে।
২০২১ সালে হুয়াওয়ের ভোক্তাপণ্য বিক্রি হয়েছে ২৪ হাজার ৩০০ কোটি ইউয়ান, যা ২০২০ সালের চেয়ে ৫০ শতাংশ কম।
হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝু এবার আয়-ব্যয়ের উপাত্ত পেশ করেছেন। ২০১৮ সালে কানাডায় আটকের পর দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর এবারই প্রথম এই তথ্য পেশ করেছেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও রেন ঝেংফেইয়ের এই কন্যা। তিনি বলেন, ২০২১ সালে আয় কমলেও মুনাফা ও নগদ অর্থপ্রবাহের সক্ষমতা বেড়েছে আমাদের। আমরা অনিশ্চয়তা মোকাবেলায় আরও দক্ষ হয়ে উঠেছি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় ২০১৮ সাল থেকেই বেশ বেকায়দায় আছে হুয়াওয়ে। চীনসহ বিশ্বে অনেকাংশে বাজার হারিয়েছে কোম্পানিটি। গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আমদানি করতে না পারায় এবং গুগলের অ্যান্ড্রয়েড সেবা থেকে বঞ্চিত হওয়ায় স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবচেয়ে বড় বাজার হারিয়েছে।
ডিবিটেক/বিএমটি